
আসন্ন চৌহালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কার প্রতীকে প্রার্থী হয়েছেন তাজ উদ্দিন।
তিনি উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রখর রোদের মাঝে ও থেমে নেই তার প্রচার প্রচারণা।
সেই ধারাবাহিকতায় গত ১৬ মে ( বৃহস্পতিবার ) বিকালে চৌহালী উপজেলার বেতিল বাজারে ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ সহ লিফলেট বিতরণ করেন।
দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগকে ভালোবেসে জীবন বাজি রেখে ছাত্র রাজনীতিতে আস তাজ উদ্দিন । উনি বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
পাশাপাশি তিনি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়ে এসেছেন। এছাড়াও রাজনীতির পাশাপাশি তিনি উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সকলের কাছে বেশ পরিচিতি লাভ করেছেন।
এ সময় তিনি বলেন-আমি শেখ হাসিনার উন্নয়নের আদর্শকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিতে সব চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করে সারা দেশব্যাপী উন্নয়নের যে যাত্রা শুরু করেছেন তা বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল।
বর্তমানে আমি দলমত নির্বিশেষে চৌহালী উপজেলার সর্বস্তরের জনগণ ও সাধারণ মানুষের সাড়া পেয়েই আমি প্রচার প্রচারণায় নেমেছি। যদি নির্বাচনে আল্লাহ আমাকে জয়ী করেন তাহলে আগামী দিনের নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, আধুনিক,স্মাট চৌহালী গঠনের জন্য কাজ করে যাবো ইনশা’আল্লাহ ।
এলাকার মানুষের সুখে-দুখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চৌহালী উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।