লোহাগড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ জন প্রার্থী কে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

মো:আজিজুর বিশ্বাস
প্রকাশের সময়: রবিবার, ১৯ মে, ২০২৪ । ২:২৬ অপরাহ্ণ

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাচনে বিভিন্ন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৪ জন প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ই মে) উপজেলার লাহুড়িয়া সালনগর সহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মোটরসাইকেল শোভাযাত্রা করার অপরাধে মোটরসাইকেল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে ২০ হাজার টাকা, দেয়ালে,গাছে,বৈদ্যুতিক খুটিতে পোস্টার লাগানো, ভোটারদের বিধি ভেংগে চা সহ অন্যন্য খাবার খাওয়ানোর অপরাধে আনারস মার্কা প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার, হেলিকপ্টার প্রার্থীর প্রতিনিধি কে ১০ হাজার ও টিউবওয়েল প্রতীকের প্রার্থীকে ১০ হাজার সহ মোট ৪ জন প্রার্থীর প্রতিনিধি কে ৫০ হাজার ( পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান। তিনি বলেন, লোহাগড়া উপজেলা নির্বাচনী বিভিন্ন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জন প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন