
রাত পোহালেই ২১ মে যশোরের শার্শা উপজেলা পরিষদের নির্বাচন। ৬ষ্ঠ ২য় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করছেন পদপ্রার্থীরা এই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোটগ্রহণ হবে। ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে এদিন ভোট দেবেন ভোটাররা। উপজেলা টিতে মোট ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন।
নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।
শার্শায় ১১ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে অহিদুজ্জামান (আনারস), আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), ইব্রাহিম খলিল (ঘোড়া), ও সোহরাব হোসেন (দোয়াতকলম)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়াপাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা) ও শাহরীন আলম (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল)ও শামীমা খাতুন (কলস)।
এ উপজেলায় ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। তৃতীয় লিঙ্গের হিজড়ারা দুজন ভোট দিতে পারবে। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। ১০২ প্রিজাইডিং অফিসার, ৮১৪ সহ প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৬৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবে।
উপজেলা পরিষদের নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায়
মাঠ পর্যায়ে নিরাপত্তার জন্য থাকবে পুলিশ ও র্যাব, শার্শায় ৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে । এ ছাড়াও আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ভোটের মাঠে থাকবেন। কোন কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও কোথায় ঝামেলা হতে পারে, সেসব বিষয়ে খোঁজ-খবর রাখছে পুলিশ। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন এ তথ্য জানান।