আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: সোমবার, ২০ মে, ২০২৪ । ৭:৫১ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশ অফিস সম্মেলন কক্ষে আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম বার মহোদয়। উক্ত মতবিনিময় সভায় শালবন বৌদ্ধ বিহার এবং বিভিন্ন বৌদ্ধ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় বৌদ্ধ পূর্ণিমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনকালে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও অন্যান্য গরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্টিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন