
যশোরের শার্শা উপজেলা নাভারণে ফুটবল খেলতে গিয়ে মাটিতে পড়ে রাফসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার ২০ মে বিকালে দিকে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। রাফসান বুরুজবাগান মাধ্যমিক বিড়ড়ড়কই দ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পিতা ডালিম হোসেন নাভারণ বাজারের অ্যালুমিনিয়াম ব্যবসায়ী।
সে শার্শা উপজেলা নাভারন যাদবপুর (ডগের বাগান) গ্রামের ডালিম হোসেনের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, ফুটবল খেলার এক পর্যায়ে রাফসার হঠাৎ মাটিতে পড়ে মারাত্মক আঘাত পায়। সে নিজে সোজা হয়ে উঠতে পারছিল না। সাথে সাথে তার বন্ধুরা এবং স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।