আসন্ন শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

আরিয়ান আহাম্মেদ হৃদয় শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২২ মে, ২০২৪ । ৬:৫২ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপ ২১ মে মঙ্গবার অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হাসান (দুর্জয়) তিনি পেয়েছেন ৭০ হাজার ১৫৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আলহাজ্ব আব্দুল জলিল (বি.এ) পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসির মোড়ল বই প্রতীকে ৬৪ হাজার ৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আহসান উল্লাহ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৭৩৫ ভোট।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা রহমান সেলাই মেশিন প্রতীকে ৫৫ হাজার ৪২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছা: হালিমা খাতুন কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ২৯৭ ভোট।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় ১৪৮টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭১৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৭৪ জন। হিজড়া ৬ জন। নিবার্চনে চেয়ারম্যান প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন