গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ । ৮:৫৯ অপরাহ্ণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি বোরো মৌসুমের অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের গোলাপবাগ খাদ্য গুদামে প্রধান অতিথি হিসাবে
এ কার্যক্রমের উদ্বোধন করেন, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুন্নু, কৃষক মানিক কুমার সাহা সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে ৩শ’ কৃষকের নিকট থেকে লটারীর মাধ্যমে ২হাজার ৯৯৭ মেট্রিক টন ধান, ১১হাজার ৫৭০ মেট্রিকটন সিদ্ধ চাল, ৭০৬ মেট্রিকটন আতব চাল এবং ১২২ মেট্রিকটন গম সংগ্রহ করা হবে। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান,গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামাল।অনুষ্ঠানের সভাপতিতে ফুলেল শুভেচ্ছা জানান, কামদিয়া খাদ্য গুদাম কর্মকর্তা আসাদুজ্জামান। এসময় মহিমাগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন