
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর রায়পাড়া সদরদী এলাকার থেকে ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় দিকে মেহেদী হাসান তামিম(২৭) নামক ৪০,০০০ ইউএস ডলার ও বাংলা টাকা প্রায় ৪৭ লক্ষ টাকা সহ ডলার চুরি অপরাধে আটক করেছে ভাঙ্গা থানার পুলিশ।
পুলিশের সূত্রে জানা গেছে, -মৃত আলতাফ কাজী ছেলে মেহেদী হাসান তামিম তিনি ( ঢাকা ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত এবং বসুন্ধরা গ্রুপের ইন্জিনিয়ার এসএম তৌহিদুজ্জামান এর বাসায়। তিনি কাজ করার এক ফঁাকে ইন্জিনিয়ার সাহেবের ছোট ভাই অস্ট্রেলিয়ার পিএইচডি স্টুডেন্ট কে পাঠানোর জন্য ডলার বাসায় রাখা ৪০,০০০ ইউএস ডলার ও বাংলা টাকা প্রায় ৪৭ লক্ষ টাকা তামিম কৌশলে চুরির করে নিয়ে তার গ্রামের বাড়ীতে ভাংগা চলে আসে।
পরে তৌহিদুজ্জামান এর এক লিখিত অভিযোগের ভিত্তিতে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মামুনুর আল রশিদ তত্ত্বাবধানে ভাঙ্গা থানার অফিসার এসআই( নিঃ) মনিরুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে কয়েক ঘন্টা এলাকার অভিযান চালিয়ে ৩৬,২০০ ডলার আসামি কাছ থেকে উদ্ধার করে পূর্বক ভিকটিমকে হাতে প্রদান করেন।