সাদুল্লাপুরে ১০কেজি শুকনো গাঁজাসহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪ । ৭:৫৫ অপরাহ্ণ

গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি শুকনো গাঁজাসহ দুজন কুখ্যাত মাদক ব্যাবসায়ী গ্রেফতার করা হয়েছে।

২৪ শে মে শুক্রবার ১১টা ৩০ মিনিটে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এস আই সামছুজ জোহা ও এস আই তাহসিনুর রহমান সঙ্গীও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ফুলবাড়ী থেকে সাদুল্লাপুরে মোটরসাইকেল যোগে আসার পথে সন্দেহ হলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গা মোড় নামক স্থানে মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০ কেজি শুকনো গাঁজাসহ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ রাশেদুল ইসলাম (২৫) ও কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী পানিমাছ গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (২২) কে গ্রেফতার করা হয়।

এবং গাঁজা বহনকারী দুটি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল আটক করেন।

এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন