চট্টগ্রাম হাইওয়ে সার্কেল পরিদর্শন করলেন ডিআইজি মাহ্ফুজুর রহমান

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪ । ৮:০৫ অপরাহ্ণ

কুমিল্লা হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অন্তর্গত চট্টগ্রাম হাইওয়ে সার্কেল পরিদর্শন করলেন হাইওয়ে পুলিশের ডিআইজি উত্তর ডিভিশন, ডিআইজি অপারেশন এবং অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ডিআইজি প্রশাসন মাহ্ফুজুর রহমান, বিপিএম (বার)। এ সময় তিনি চট্টগ্রাম হাইওয়ে সার্কেলের সংশ্লিষ্ট সময়ের সকল মামলা, প্রসিকিউশন, সরকারি রেজিস্ট্রার সমূহ, হাইওয়ে হেডকোয়ার্টার হতে নেওয়া ইনোভেশন বিশেষ করে বডি ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি, Hello HP App, Hello HP OPS সহ সার্কেল এএসপি’র সকল কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। চট্টগ্রাম হাইওয়ে সার্কেল অফিস পরিদর্শনের পূর্বে তিনি মহিপাল হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেন এবং মহিপাল থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো: খাইরুল আলম, অতিরিক্ত ডিআইজি হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার কুমিল্লা সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত চট্রগ্রাম হাইওয়ে সার্কেল এবং চট্রগ্রাম হাইওয়ে সার্কেল অফিসের সাথে সংশ্লিষ্ট অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন