
কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে পারুল নামের এক নারী নিহত হয়েছেন। রেললাইনে প্রায় ৩শ গজ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল শরিরের বিভিন্ন অংশ । প্রত্যক্ষদর্ষী স্থানীয়দের ধারণা পারুল আত্মহত্যা করেছেন।
শনিবার (২৫ মে) বিকাল ৩টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগেরটেকি এলাকার রেললাইন থেকে নিহতের মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গলের রেলওয়ে পুলিশ।
নিহত পারুল বেগম উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরীবাজার এলাকার বাসিন্দা মো.ফারুক মিয়ার স্ত্রী।
কয়েকমাস আগে তাদের বিয়ে হয় বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হেমায়েত হোসেন বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টার দিকে বাগেরটেকি এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেন পারুল বেগম। এতে তার পুরো দেহ খন্ড খন্ড হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ধারণা করা যাচ্ছে- পারিবারিক কলহের কারণে পারুল বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে