
জামালপুর সদর শরিফপুর ইউনিয়নের বেড়াপাথালিয়া গ্রামের জাহেদ আলীর ছেলে রিকশা চালক শাহাদত হোসেন হলু (৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ২৫মে সকালে সদরের কেন্দুয়া ইউনিয়নের পারপাড়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, দিনের বেলায় সাংসারিক কাজ শেষে প্রত্যিদিন শাহাদত হেসেন হলু সন্ধ্যার পর রিকশা নিয়ে বের হতো। অনেক রাত পর্যন্ত সে রিকশা চালিয়ে বাড়ী ফিরতো।
যথারীতি শুক্রবার সন্ধ্যার পর সে রিকশা নিয়ে বের হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে খুন করে লাশ ধান ক্ষেতে ফেলে অটোর ব্যাটারী নিয়ে পালিয়ে গেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের অটোরিকশাটি উদ্ধার করা হলেও ব্যাটারি চুরি হয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
নিহতের লাশ ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গেছে।