বোদায় টোল বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ শাহজাহান কবির প্রধান, পঞ্চগড় জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০২৪ । ৯:২২ পূর্বাহ্ণ

পঞ্চগড়ের বোদা পৌরসভায় টোল বন্দের দাবিতে যৌথ শ্রমিকের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলে মিছিলে বোদা বাজার কম্পিত হয় শ্রমিকের ন্যায্য টোল বন্ধের আন্দোলন।জানা যায় হাইকোর্টের নির্দেশ মোতাবেক বোদা পৌরসভায় নির্দিষ্ট স্থান ছাড়া কোথাও টোল নেওয়া যাবে না। অটো বাইক সমিতির সাধারণ সম্পাদক ত্যাগী ও সফল ছাত্রনেতা মোঃ ইউসুফ গণমাধ্যম কর্মীদের জানান, বোদা পৌর সভায় টোল নিয়ে আমাদের শ্রমিকদের উপর নানা রকম ভাবে নির্যাতন ও লাঞ্ছিত করা হয়েছে, আজ থেকে যদি টোল নেওয়া বন্ধ করা না হয় তাহলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। উক্ত টোল বন্ধের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোদা পৌরসভার প্যানেল মেয়র সহ সকল কাউন্সিলর গন। সর্বশেষে বোদা পৌর মেয়র মহোদয় কে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে উক্ত আন্দোলনের কর্মসূচি সমাপ্ত হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন