
শনিবার (২৫ মে) সন্ধ্যার দিকে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সাজনা ৩ সন্তানের জননী। তিনি ওই গ্রামের ওমান প্রবাসী মাহবুবুর রহমানের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রবাসী মাহবুবের ভাগনা রুহুল আমিন বলেন, শনিবার সন্ধ্যার কিছু আগে হঠাৎ ঝড়তুফান শুরু হলে বাড়ির উঠানে থাকা কাপড় তুলতে যান তার মামী সাজনা আক্তার। এ সময় আকস্মিকভাবে ঝড়ে ভেঙে পড়া একটি গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রুহুল আমিন আরও বলেন, খবর পেয়ে তার মামা ওমান থেকে রবিবার দেশে ফিরে বিকেলে নিহতের দাফনকাজ সম্পন্ন করেন।