
আজ ২৭ মে ২০২৪ সোমবার বাংলাদেশ শিশু একাডেমি নরসিংদী জেলা শাখার মিলনায়তনে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নরসিংদী, মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. বদিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম), নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা সহ প্রগতিশীল সাংস্কৃতিক মনা গুণী ব্যক্তিদ্বয়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় নরসিংদী জেলা কালচারাল অফিসার শাহালা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রথম পর্বের সূচনা ঘটে।
নরসিংদী জেলা কালচারাল অফিসার শাহালা খাতুনের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ অতিথি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও ড.মশিউর রহমান মৃধা রবি ঠাকুর ও কাজী নজরুলের ছড়া,কবিতা, গান, গীতিকাব্য ও কাব্যগ্রন্থ নিয়ে ব্যাপক আলোচনা করেন।
“ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে” দলীয় সংগীত দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব এতে জেলা শিল্পকলা একাডেমি নরসিংদীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “লিচু চোর” কবিতাটি দলীয় কন্ঠে আবৃত্তি করে শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগের শিশু শিক্ষার্থীরা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম লেখা নৃত্যনাট্য “চিত্রাঙ্গদা” নৃত্য বিভাগের শিক্ষার্থীরা পরিবেশন করেন এছাড়াও একক সংগীতের সুরের মূর্ছনায় হল ভর্তি দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে তোলে।