
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্টে উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে আলাদা দুইটি প্রতিষ্ঠান কে দুই লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।
আজ চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ০১টি আইসক্রিম ফ্যাক্টরিতে ০১লক্ষ টাকা ও ০১টি দুধের ছানা তৈরির ফ্যাক্টরিতে ০১লক্ষ টাকা জরিমানা দণ্ড আরোপ করে আদায় করা হয়। সিপিসি, র্যাব-০৫ চাঁপাইনবাবগঞ্জ এর কোম্পানি কমান্ডার ও তাঁর টিম মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন জানান জনস্বার্থ ও জনস্বাস্থ্য সমুন্নত রাখতে এরুপ অভিযান অব্যাহত থাকবে।