
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের ২ টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৯ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
এই প্রথম শাহজাদপুর উপজেলা সহ চৌহালী নদী বিধৌত এলাকায় ইভিএম মেশিনের সাহায্যে ভোট হয়েছে।
ভোটগ্রহণ চলাকালে ছোট খাট সমস্যা ছারা বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তৃতীয় ধাপে নির্বাচনে শাহজাদপুর প্রদত্ত ভোটের শতকরা ৩০.৫৮% ও চৌহালীতে শতকরা ২৬.২১% ভোট পড়েছে বলে তথ্য দিয়েছেন নির্বাহী অফিসার মাহবুব হাসান।
তৃতীয় ধাপে ২ টি উপজেলার মধ্যে শাজাদপুরে যারা বিজয় হয়েছে। চেয়ারম্যান পদে হালিমুল হক(মিরু),পুরুষ ভাইস চেয়ারম্যান মাহবুবে ওয়াহিদ শেখ সজল (মিন্টু), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাবনী খাতুন।
চৌহালী উপজেলায় চেয়ারম্যান পদে তাজ উদ্দিন, পুরুষ ভাইস চেয়ারম্যান আবদুল কাহার সিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন জোসনা।