নিখোঁজের চারদিন পর বৃদ্ধ’র গলিত লাশ উদ্ধার

মোঃ উজ্জ্বল বিশ্বাস, ঝিনাইদহ
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪ । ১০:৪০ অপরাহ্ণ

নিখোঁজের চারদিন পর শুক্রবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে এক বৃদ্ধর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি একটি বাগানের মধ্যে পড়ে ছিল। বৃদ্ধ’র নাম তারাপদ বিশ^াস। তিনি মাগুরার শালিখা উপজেলার শ্রীফলতলা গ্রামের বাসিন্দা। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ খবর নিশ্চত করে জানান, তারাপদ বিশ^াস ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামে মেয়ে বাড়ি বেড়াতে আসেন। তিনি গত রোববার (২৬ মে) পায়ে হেটে নামযজ্ঞ শুনতে কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। চারদিন নিখোঁজ থাকার পর আজ শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রচন্ড গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বাগানের মধ্যে তার মৃত্যু হতে পারে বলে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ প্রাথমিক ভাবে মনে করছেন। তিনি জানান তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশের ময়না তদন্ত করা হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন