সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪ । ১০:৪৮ অপরাহ্ণ

সাভারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাইম (৩০) ও জুবায়ের (৩২)।
খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান জানান, রাত পৌনে ১১টার দিকে নাইম ও জুবায়ের সাভার বাজার বাসস্ট্যান্ড দিয়ে যাচ্ছিল, এ সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় জুবায়েরকে স্হানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে তারও মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।
তাদের গ্রামের বাড়ি রাজবাড়ী। তারা সাভার ব্যাংক কলোনী এলাকায় থেকে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন