
সিরাজগঞ্জ চৌহালী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তাজ উদ্দিন কে ফুলের শুভেচ্ছা।
শুক্রবার (৩১) মে সকাল ১০ টায় স্হল ইউনিয়ন আওয়ামীলীগ ও সদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ,মহিলা লীগ,যুব মহিলালীগ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় চৌহালী উপজেলা আ’লীগের সভাপতি, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান তাজ উদ্দিন নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে তাৎক্ষণিক উপস্থিত নেতাকর্মীসহ উপজেলা বাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলার সকল এলাকার উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাবার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
এ সময় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহাম্মদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি,সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ,সদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সহ-সভাপতি হাতেম আলী মাষ্টার ,যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আল-আমিন, খোরশেদ আলম, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক শেখ হাফিজুর রহমান, সদিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক আনসার আলী বুদ্দু, স্হল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ-আলম মোল্লা , সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মাইকেল,যুগ্মসাধারণ সম্পাদক ফজলু প্রামানিক, এনায়েতপুর থানা যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম মোন্নাফ সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।