৪ বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪ । ১০:৫৬ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা চারটি বিভাগীয় শহরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ। সভার সিদ্ধান্ত অনুসারে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চার শহরে নেওয়া হবে রাবির ভর্তি পরীক্ষা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চিন্তা-ভাবনা থেকে এটি করা হয়েছে। আমাদের অনেক চাওয়া থাকে, কিন্তু বাস্তবে তা সম্ভব হয় না। দীর্ঘদিন ধরেই একাডেমিক কাউন্সিল চেষ্টা করছে পরীক্ষাটা বিভাগীয় শহরে নেওয়ার। আপাতত চার বিভাগে পরীক্ষামূলকভাবে পরীক্ষা নেওয়া হবে। এরপর সংখ্যা সাপেক্ষে এই সিদ্ধান্ত বিবেচনা করা হবে। ’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ভর্তিচ্ছু ও অভিভাবকদের দাবি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেওয়া হোক।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন