
পঞ্চগড় জেলা বোদা উপজেলা ৬ নং মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া সরদারপাড়া থেকে জোর জবরদস্তি করে মোঃ আমির আলী স্ত্রীর মোসাম্মৎ সুরমা খাতুন কে তুলে নিয়ে গেছেন ভন্ড পীর মোঃ আব্দুল সালাম ও তার লোকজন এই ভন্ড পীর আব্দুল সালাম সে কুফরি কালাম করে ও বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে কুফরি কালাম করে মেয়েদেরকে বশ করেন বিভিন্ন জায়গায় নিয়ে যায় । মেয়েদের সাথে শারীরিক চাহিদা মিটার পরে মেয়েটিকে রেখে অন্য জায়গায় চলে যায়। এই ভন্ড পীর কে আপনারা অবশ্যই নিকটস্থ থানায় ধরিয়ে দিবেন।