চিলাহাটিতে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০২৪ । ২:৪০ অপরাহ্ণ

নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ৩ জুন দুপুরে কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা করেন কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সচিব মাহবুব ইসলাম , ইউপি সদস্য মজিদুল ইসলাম, মাজেদুল ইসলাম মানিক, গোলাম কিবরিয়া, হবিবর রহমান, আমিনুল ইসলাম, আবু তারক, আব্দুল হামিদ, আসাদুজ্জামান ভেনাস, রবিউল ইসলাম, সংরক্ষিত সদস্য কহিনুর আক্তার, মুক্তা বেগম, জেবুন্নাহার, হিসাব সহকারী আদিব শাহারিয়ার, উদ্যোক্তা আব্দুল আজিজ প্রমুখ।
উন্মুক্ত বাজেট সভায় কেতকীবাড়ী ইউনিয়নে ২০২৪-২০২৫ অর্থ বছরে সম্ভাব্য আয় ধরা হয় ১৬৫৯১৮৩২, সম্ভাব্য ব্যয় ১৬৩৯৪৩৪৭ এবং সমাপণী জের ধরা হয় ১৯৭৪৮৫ টাকা।
এসময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নাগরিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন