
সাভারের আশুলিয়ায় স্বামী স্ত্রীকে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করেছে কিশোর গ্যাং সদস্যরা।
আজ সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার হিয়ন গার্মেন্টসের মোড়ে এ ঘটনা ঘটে। খবর
পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। আহত স্বামী স্ত্রী হলেন রবিউল ইসলাম ও শারমিন।
তারা ওই এলাকার ফিরোজ মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সকালে রবিউল ইসলাম হিয়ন গার্মেন্টসের মোড় দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় একদল অস্ত্রধারী কিশোর গ্যাং সদস্যরা তার পরিচয় জানতে চায়। পরে তিনি পরিচয় দিলে কিশোর গ্যাং সদস্যরা তার কাছে টাকা দাবি করলে তিনি টাকা দিতে অস্বীকার করলে কিশোর গ্যাং সদস্যরা তাকে কোপাতে থাকেন।
পরে আহতের স্ত্রী শারমিন বেগম খবর পেয়ে স্বামীকে বাঁচাতে আসলে তাকেও তারা কুপিয়ে জখম করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত স্বামী স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।