
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা পশু ডাক্তার আলতাফ হোসেন (৬০) এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (৫জুন) সকালে চৌহালী সরকারি কলেজ মাঠের কাঁঠাল বাগানে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসনকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত ও সাবেক সভাপতি হজরত আলী মাষ্টার উপস্থিত ছিলেন। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নবাগত উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মো. তাজ উদ্দিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।