প্রদর্শনী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: বুধবার, ৫ জুন, ২০২৪ । ৮:২৯ অপরাহ্ণ

উচ্চ ফলনশীল বোরো ধানের ব্রি ধান অগ্রণী-৭৪ প্রদর্শনী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ফসল কর্তন ও মাঠ দিবস উপলড়্গে বুধবার গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার বেতকোপা ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রি বংপুরের এসএস ও ডাঃ আনোয়ারা আক্তার।
অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা বেলস্নাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা এসএস ডা: সেলিমা জাহান, বেতকোপা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোসত্মাফিজার রহমান মোসত্মা, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুলস্না মিয়া, আরজু মাহমুদ, ইউপি সদস্য মো: আব্দুর রাজ্জাক, কৃষক আব্দুল লতিফ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্মকর্তা বৃন্দ।
বক্তারা বলেন, বেলস্নাল হোসেন একজন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা হলেও কৃষি বিষয়ে নানা গবেষণা করে যাচ্ছেন। তাঁর উদ্যোগে প্রদর্শনী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হলো।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন