
০৫ জুন ৪র্থ ধাপে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ
ফরিদপুরের বোয়ালমারী ০৫ জুন ৪র্থ ধাপে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ টানা চতুর্থবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। তাঁর প্রাপ্ত ভোট ৪৩২৩৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা যুবলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু পেয়েছেন ৩৪৩৫৫ ভোট। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ৩৮৯১৭ ভোট পেয়ে এম এম শফিউল্লাহ শাফি (চশমা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাহাদুল আক্তার তপন (উড়োজাহাজ) পেয়েছেন ৩৬১৩৩ ভোট ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহানাজ বেগম (ফুটবল) ২৪১৮৯ ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিকা রাজবংশী (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৩১৪৪ ভোট।