বারহাট্টায় বিনা মূল্যে এলএসডি রোগের টিকা প্রদান

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা প্রতিনিধি):
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ । ১:৩০ অপরাহ্ণ

নেত্রকোনা বারহাট্টা উপজেলায় এসোসিয়েশন ফর সোস্যাল প্রগ্রেস (এএসপি) বিনামূল্যে ১২০ টি গরুকে লাম্পি স্কিন ডিজিজ ও ৭০ টি ছাগল কে পিপিআর এর টিকা প্রদান করেছে। সকাল ১১ ঘটিকায় আসমা ইউনিয়নের কৈলাটি প্রাইমারী স্কুলের মাঠে টিকাদান কর্মসূচি কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শিহাব উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম গোলাম হোসাইন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, এএসপি এর চেয়ারম্যান আরিফুল ইসলাম সুমন ও এই প্রতিষ্ঠানের পরিচালক শামীম আহমেদ প্রমুখ। ক্রমান্বয়ে বাকী ৬ টি ইউনিয়নেও বিনামূল্যে টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছে এএসপির চেয়ারম্যান আরিফুল ইসলাম সুমন। বারহাট্টা উপজেলা প্রাণী সম্পদ অফিসের সহযোগিতায় আসমা ইউনিয়নের কয়েকটি গ্রামের পশুর টিকাদান সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন