পঞ্চগড়ের বোদায় সুরমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ । ৯:২২ অপরাহ্ণ

পঞ্চগড়ের বোদা সুরমা ক্লিনিকের লাইসেন্স প্রদর্শন করতে না পারার কারণে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবটারি নিয়ন্ত্রক অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ। উক্ত ক্লিনিক যৌথ অভিযানে উপস্থিত ছিলেন বোদা সদর হাসপাতালে আর এম ও মোঃ জাহিদ হাসান। সহকারী কমিশনার ভূমি গণমাধ্যম কর্মীদের জানান সুরমা ক্লিনিকের সেবার মান মোটেই ভালো না এবং তারা দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে ক্লিনিক টি চালিয়ে আসতে ছিল,বোদা হাসপাতালের আর এম ও জাহিদ হাসান বলেন মানুষ ভালো সেবা পাওয়ার জন্য ক্লিনিকে যায় কিন্তু অতি দুঃখের বিষয় উক্ত ক্লিনিটির বেহাল অবস্থা দেখে মনে হল একজন সুস্থ সবল মানুষ উক্ত ক্লিনিকে গেলে অসুস্থ হয়ে ফিরবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন