
কক্সবাজারের টেকনাফে স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিককে এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১১টার দিকে ভূমি অফিস প্রাঙ্গণে এ ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান, টেকনাফ উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল্লাহ হাবিব,টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাঁশি রাম দে,
সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন ও সাংবাদিক নুরুল হোসাইন প্রমূখ। এ সময় উপকারভোগী, সেবাপ্রার্থী, সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মচারীগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক