ডেঙ্গুজ্বরে ঝিনাইদহে যুবকের মৃত্যু

মোঃ উজ্জ্বল বিশ্বাস:
প্রকাশের সময়: শনিবার, ৮ জুন, ২০২৪ । ১০:৫৩ অপরাহ্ণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহে হাসানুজ্জামান ক্যালিস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। কাঁচামাল ব্যবসায়ী হাসানুজ্জামান ক্যালিস ঝিনাইদহ পৌর এলাকার পবহাটী গ্রামের কোরবান আলীর ছেলে। শনিবার দুপুরে মৃত্যুর খবর নিশ্চিত করেন ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল কাদের। প্রতিবেশি পবহাটী গ্রামের কামরুজ্জামান জানান, হাসানুজ্জামান ক্যালিস দীর্ঘদিন ধরেই জ¦রে ভুগছিলেন। কিন্তু যখন রোগটি ধরা পড়ে তখন প্রায় শেষ পর্যায়ে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জেসমিন জানান, শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে হাসানুজ্জামান ক্যালিস ‘ডেঙ্গু শক সিস্টেম’ নিয়ে হাসপাতালে আসেন। তার অবস্থা মুমুর্ষ হওয়ায় তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার্ড করা হয়। শুনেছি আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন