
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তে আদমপুর এলাকায় পীর বাবা সংলগ্ন ১৯৩ /৯৪,পিলারের তারকাটা সীমান্ত এলাকায় বাংলাদেশী এক যুবক কে গুলিবিদ্ধ করে ভারতীয় বিএসএফ জোয়ান,আরো জানাজায় বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জামতলা, চিনি পাচারকারী কে গুলিবিদ্ধ করে, গুলিবিদ্ধ যুবক গঠনা স্থলে মারা যায়, তার বাড়ি মিরপুর,গ্রামে গুলিবিদ্ধ যুবকের নাম আনোয়ার হোসেন, পিতা চারু মিয়া থানা বুড়িচং, বাংলাদেশ বর্ডার গার্ড সংকু চাইল ক্যাম্পের অধীনে।এ বিষয়ে জানাজায় আজ সকাল ৭ :৩০ মি ভারত বাংলা সীমান্ত আদমপুর এলাকায় পীর বাবা সংলগ্ন ১৯৩ /৯৪, তারকাটা সীমান্ত এলাকায় বাংলাদেশের পাচারকারী কে গুলিবিদ্ধ করে ভারতীয় বিএসএফ জোয়ান, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জামতলা, চিনি পাচারকারী কে গুল্লী করে,হত্যা করে তার বাড়ি বাংলাদেশের মিরপুর, নাম আনোয়ার হোসেন, পিতা চারু মিয়া থানা বুড়িচং, বাংলাদেশ বর্ডার গার্ড সংকু চাই ক্যাম্পের অধীনে। গুলিবিদ্ধ যুবক চিনি ব্যবসায়ী ছিলো, গুলিবিদ্ধ যুবকের লাশ এখনো সিমান্তে পড়ে আছে।