
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বেতিল স্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় রাউন্ডের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৮ জুন) বিকাল ৪ টা সময় বেলকুচি ধুকুরিয়া বেড়া বনাম বগুড়া শেরপুরের দ্বিতীয় রাউন্ডের ফুটবল খেলা হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ ৫ আসনের এমপি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম ও চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, সদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আল-আমিন সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। উক্ত খেলায় বেলকুচি পুকুরিয়া -০১
বগুড়া শেরপুর-০