সখীপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মোঃ হাফিজুর রহমান ,বিশেষ প্রতিনিধি :
প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০২৪ । ৯:৫৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরে বিষাক্ত সাপের কামড়ে সিয়াম হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিয়াম ওই এলাকার সৌদি প্রবাসী ফরহাদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

জানা যায়, সিয়াম শনিবার রাতে ঘরের খাটে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে খাট থেকে নামার পর ঘরের মেঝেতে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে সাপের ভ্যাকসিন না থাকায় সিয়ামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ মিয়া বলেন, প্রবাসী বাবার একমাত্র ছেলে সন্তান ছিলো সিয়াম। সে স্থানীয় একটি কওমী মাদ্রাসার ছাত্র ছিল। গতরাতে তাকে সাপে কেটেছে। এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন