
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় গরীব দুঃখী অসহায় কর্মহীন মানুষের মাঝে ১০কেজি হারে চাউল বিতরণ করা হয়।
সোমবার সকাল ১০ ঘটিকায় ১নং সদিয়া চাঁদপুর পরিষদ চত্বরে অসহায় কর্মহীন মানুষের মাঝে ২ হাজার ৬ শত সংখ্যক পরিবারের মাঝে ১০ কেজি হারে,২৬ মেট্রিক টন ভিজিএফ কর্মসূচির চাউল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণের সভাপতিত্ব করেন ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ। এ সময় চৌহালী সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম রাব্বী, ইউপি সচিব মনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য, জেলহাজ,হারান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।