
গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নে ভিজিএফ এর কার্ডধারী উপকারভোগীদের মাঝে ইদুল আযহা উপলক্ষে চাল বিতরন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বামনডাঙ্গা ইউনিয়নের রামদের স্কুল মাঠে ৯টি ওয়ার্ডের দুস্থ ও হতদরিদ্র ৬ হাজার ১৪৫ জন উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০কেজি করে এ চাল বিতরণ করা হয়। ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন ১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার।
ট্যাগ অফিসার হিসেবে এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ জামিউল শাহ্ চৌধুরী, বামনডাঙ্গা ইউনিয়ন সচিব মোঃ আলতাব হোসেন, ইউনিয়ন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ সাঈদ লিমন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক ও উদ্যোক্তা মোঃ আব্দুর রহমান (শিপন), ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান প্রামানিক, মোঃ তাজুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তা), মোঃ রানু মিয়া, মোঃ হান্নান মিয়া, মোঃ দেলোয়ার হোসেন ধলু, মোঃ মাহবুর রহমান, মহিলা সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোছাঃ রত্না বেগম, মোছাঃ সালমা বেগম, মোছাঃ লিলি বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তীবর্গ।