লোহাগড়ায় ট্রাষ্ট ব্যাংক উদ্ধোধন ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ

মো:আজিজুর বিশ্বাস
প্রকাশের সময়: রবিবার, ১৬ জুন, ২০২৪ । ৪:৪৭ অপরাহ্ণ

শেখ রাসেল সেনানিবাসে ব্রিগেড সিগন্যাল কোম্পানি এর পতাকা উত্তোলন শেষে ১৫ জুন শনিবার দুপুরে হেলিকপ্টার যোগে সেনাবাহিনী প্রধান নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি আর্মি ক্যাম্পে গমন করেন।
এবং নড়াইলের লোহাগড়ায় তিনি ট্রাস্ট ব্যাংকের একটি শাখার উদ্বোধন করেন।

পরবর্তীতে তিনি মধুমতি আর্মি ক্যাম্পে স্থানীয় জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।গাছের চারা রোপন শেষে তিনি গাড়ী যোগে মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যামিক বিদ্যালয়ে গমন করেন।

এসময় তাকে ফুল দিয়ে বরন করেন ওই বিদ্যালয়ের সভাপতি মোঃ মহাসিন ইসলাম,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান ও ওই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সেনাপ্রধান সাথে এসময় উপস্থিত ছিলেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি,সেনা কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্য এবং  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গরা।

সেনা প্রধান সাংবাদিকদের বলেন দীর্ঘ দিন সেনাবাহিনীতে কর্মরত  এবং এই বাহিনীর প্রধান হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া। আমার গায়ের যে ইউনিফরম টি এটি মনে হয় আমার গায়ের চামড়া। আমার শৈশব ও ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের সময় শৈশবের এখানে কাটিয়েছি অনেক সৃতি জড়িয়ে আছে। আমি এখানে আসবো আমার শৈশব সৃতিচারন করতে। বাংলাদেশ সেনাবাহিনী ও লোহাগড়ার মানুষ আমার হৃদয়ে থাকবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন