গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪ । ৯:০৫ অপরাহ্ণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে একাধিক দিন বিভিন্ন স্থানে অবস্থান শেষে বিয়েতে অসম্মতি জানানোয় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা।

ঘটনাটি ঘটেছে উপজেলার দরবস্ত ইউপির ফকিরপাড়া গ্রামে। ওই গ্রামের তাজু মন্ডলের ছেলে তৌহিদ মণ্ডল পাশ্ববর্তী গ্রামের স্নাতক ১ম বর্ষের এক ছাত্রীর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে ২১ জুন, ২০২৪ বিয়ের প্রলোভনে প্রেমিকাকে মোবাইল ফোনে খবর দিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নেয়। পূর্বের ন্যায় এবারও বিভ্ন্নি জায়গায় অবস্থান শেষে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। এরপর প্রেমিক পরিবার ও স্বজনদের সহযোগিতায় অত্মগোপন করে। এ রিপোর্ট লেখাকালে মঙ্গলবার (২৫ জুন, ২০২৪) গভীর রাত পর্যন্ত প্রেমিকার বাড়িতেই অবস্থান করছেন ওই ছাত্রী।

সে জানায়, বিয়ের আশ্বাসেই বিভিন্ন সময় ও স্থানে আমাকে নিয়ে সে অবস্থান করে আমার সর্বনাশ করেছে। ও বিয়ে না করলে আমি এ বাড়ি থেকে জীবিত বের হব না।

এদিকে তৌহিদ মণ্ডলের পরিবারের সদস্যরা জানান, তৌহিদ বাড়ি নেই; সে আসলে তাদের বিয়ে পড়ানো হবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন