রংপুরে গোসল করতে গিয়ে তিন শিশুর মৃত্যু

রিয়াজুল হক সাগর,রংপুর।
প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪ । ৯:০৮ অপরাহ্ণ

ঘাঘট নদীতে গোসল করতে গিয়ে আজমাইন ও জিম নামে দুই ভাই—বোনের মৃত্যুহয়েছে । তারা দুইজনেই নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী । ঘটনাটি ঘটেয়ে বুধবার দুপুরে রংপুর নগরীর ভুরারঘাট এলাকায়। আজমাইন ক্লাস সিক্সের ও জিম ক্লাস ওয়ানের শিক্ষার্থী । তারা দুইজন পরস্পরের আপন চাচাতো ও জ্যাঠাতো ভাইবোন। অপর দিকে সকালে মিঠাপুকুর উপজেলার পশ্চিম বড়বালা এলাকায় উঠানের পুকুরে ডুবে এরশাদুল হকের কন্যা মিফতাউল জান্নাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স ১১ মাস। আজমাইন এর পিতার নাম আনিসুল ও জিমের পিতার নাম রতন মিয়া। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবরীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নগরীর তাজহাট থানার ওসি রবিউল ইসলাম জানান, এই দুই শিশু স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরে ঘাঘট নদীতে গোসল করতে গেলে সাঁতার না জানার কারণে নদীতে তলিয়ে যায়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দলের প্রধান আতাউর রহমান জানান, বিকেলে আমরা সংবাদ পেয়ে শিশুদুটিকে ঘাঘট নদী থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন