
পঞ্চগড়,সদর থানার অফিসার ইনচার্জ,(ওসি) প্রত্যক্ষ তত্বাবধানে এসআই/মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে এস আই/মো: সাহিদুর রহমান এসআই/মোঃ আক্কেল আলী, এএসআই/মোঃ গোলাম রব্বানী পিপিএম, সংগীয় কং/৪৯০ মোঃ ইমরান আলী সহ বিশেষ অভিযানে করিয়া আসামি মোঃ মমিনুল ইসলাম মুন্না পিতা মোঃ জয়নাল আবেদীন, বাঙালপাড়া, হাড়িভাসাকে ১০০০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ হাফিজাবাদ ইউনিয়নের বামন পাড়া হইতে গ্রেফতার করেন। এ রাপোর্ট লেখা পর্যন্ত সদর থানা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।