
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিষয়ক সভা ও বিজ্ঞান বক্তৃতা প্রতিযোগিতা ২৯ জুন (শনিবার) সকাল ১১টায় টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজ্ঞান সভা ও বিজ্ঞান বিষয়ক বক্তৃতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩ জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সভায় উপস্থিত শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন তথ্য উপাত্ত সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনা ও প্রাণবন্তমূলক আলোচনা করেন,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গ্যালারি অ্যাসিস্ট্যান্ট শাফিয়া তাসনীম দ্রাঘিমা ও আকাশ পর্যবেক্ষক মোঃ আবু সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শবিবর আহমদ,অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আশেক উল্লাহ ফারুকী ও বিজ্ঞান শিক্ষক মোঃ আজিজুল হক। এতে ৫০ জ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উল্লেখ্য,দ্রাঘিমা টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে২০০৪ সালের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল