ভারতের প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ । ৭:১২ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ১৪০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে

বাংলাদেশ-ভারতগামী আন্তর্জাতিক বাস শ্যামলী পরিবহনের মাধ্যমে কলকাতায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইনের নিকট এ আম পাঠানো হয়।

বিজিবি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাতটি কার্টুনে ১৪০ কেজি আম ভারত সরকারকে উপহার স্বরূপ প্রদানের জন্য বাংলাদেশ-ভারতগামী আন্তর্জাতিক বাস শ্যামলী পরিবহনের মাধ্যমে কলকাতায় পাঠানো হয়েছে।
আমগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কনস্যুলার আলমাস হোসাইন রিসিভ করবেন ও সেখান থেকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেক হাসিনার শুভেচ্ছা হিসেবে এ আম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন