
বরগুনার আমতলী উপজেলায় স্কুল ব্যাগ থেকে বইয়ের পরিবর্তে উদ্ধার করলো গাঁজা জেলা গোয়েন্দা শাখা ডিবি।
অন্য আট-দশটা দিনের মতো খুব সকালে বাস থেকে নেমে পিঠে স্কুল ব্যাগ নিয়ে সাধারণভাবেই রাস্তায় হাঁটছিলেন দুই যুবক। একনজরে দেখে বোঝার উপায়ই ছিল না তাদের পিঠে ঝুলানো স্কুল ব্যাগে বই নয়, মাদক বহন করছেন তারা।
তবে এসব মাদক কারবারিরা যতই কৌশল অবলম্বন করুক না কেন পুলিশের চোখ ফাঁকি দেওয়া কোনোভাবেই সহজ ছিল না। তাদের চলাফেরার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় একপর্যায়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের পিঠে ঝুলানো স্কুল ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মিলন মোল্লা (৪০) ও গোলাম রাব্বি (২৫) নামের ওই দুই যুবককে আটক করে ডিবি পুলিশ। ঘটনাটি বরগুনার আমতলী উপজেলার।
শুক্রবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে বরগুনার আমতলী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকা থেকে ওই দুই যুবককে আটক করা হয়েছে বলে জানান জেলা ডিবি পুলিশের ওসি বশিরুল আলম।
আটক মিলন মোল্লা বরিশালের রূপাতলী এলাকার মৃত সিকান্দার মোল্লার ছেলে ও আর গোলাম রাব্বি বরিশাল কোতোয়ালি থানার ২৩ নম্বর ওয়া