চিলাহাটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ আগস্ট, ২০২৪ । ৩:০৮ অপরাহ্ণ

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১১ টা ২০ মি. হতে চিলাহাটি চৌরাস্থা মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
এতে অংশ নেয় প্রায় কয়েক হাজার শিক্ষার্থী ও অভিভাবক এবং সর্বস্থরের জনগণ।

শিক্ষার্থীরা এসময় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ১ দফা দাবি জানান। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন