
কয়েকদিন ধরে চলা কর্মবিরতি শেষে কাজে ফিরেছে পুলিশ। স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমার থানায় আনুষ্ঠানিকভাবে সকল প্রকার আইনি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে পুলিশকে সহযোগীতা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সহযোগীতায় টহল শুরু করেছে পুলিশ। এবং সড়কে যানজট নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ট্রাফিক বিভাগ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, অন্যান্য দিনের মতো ডোমার থানায় পুলিশের কার্যক্রম আজ শুরু হয়েছে। পুলিশ আবারও মাঠে নামার পর স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সেনাবাহিনীর কর্পোরেট শাখার সোহেল রানা জানান, জনমনে আতঙ্ক দূর করতে পুলিশের সাথে কাজ করবে সেনাবাহিনী। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পুলিশের সাথে থাকবে সেনাবাহিনী বলে তিনি জানান।