ডোমারে কয়েক হাজার সনাতনী হিন্দু পরিবারের বিক্ষোভ মিছিল

ডোমার, (নীলফামারী ) সংবাদদাতা
প্রকাশের সময়: সোমবার, ১২ আগস্ট, ২০২৪ । ৯:১৪ অপরাহ্ণ

জীবনে জানমালের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসীদের বিচার এর দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হাজারো সনাতনী হিন্দু। গতকাল ডোমারে উপজেলা সদরে ১০ টি ইউনিয়ন থেকে নারী পুরুষ ও শিশু সহ কয়েক হাজার সনাতনী হিন্দু পরিবার ডোমার চৌরাস্তায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন। মিছিল শেষে হাই স্কুল মাঠে এক জনসভা করে হিন্দু সনাতনী সম্প্রদায়। তারা জান মালের নিরাপত্তা ও বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে সেইসব সন্ত্রাসীদের বিচার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরন দেয়ার দাবী জানান। শ্রী গেরা চন্দ্র মাস্টার সভাপতিত্বে আরো বক্তৃতা করেন শ্রী জগবন্ধু মিত্র,ফিরোজ মাস্টার ও শ্রী শেখর রায় বিশাল জনসভায় এইসব কথা বলেন । তারা অভিলম্বে তাদের মাঝে শান্তি শৃঙখলা ফিরিয়ে আনতে সরকারের নিকট আহŸান জানান।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন