
আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্ত্বরে অবস্থান কর্মসূচী শুরু করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, যুগ্ম-আহ্বায়ক এম এ গাফ্ফার মোল্লা, সুন্দরগঞ্জ পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপণ, যুগ্ম-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওয়ালিউজ্জামান মণ্ডল রিয়াল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করেছে খুনি হাসিনা। এমনকি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকান্ডের বিচারের দাবি জানাই।
তারা আরও বলেন, আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। ১৫ আগস্টকে ঘিরে কোন অপশক্তি যেন মানুষের জান-মালের ক্ষতি করতে না পারে, সেজন্য বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা