দেশের বন্যাদূর্গত মানুষের  পাশে দাঁড়াতে টেকনাফের হ্নীলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষাধিক টাকা প্রেরণ

জামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি।
প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ । ১০:৪৬ অপরাহ্ণ

দেশের বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়াতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ  হ্নীলা  বাজারের ব্যবসায়ী,শ্রমিক, সিএনজি চালক,অটো চালক,সহ বিভিন্ন  শ্রেণী পেশার মানুষের কাছ থেকে নগদ ১ লক্ষ ৮ হাজার ৮ শত টাকা  উত্তোলন করেছেন।
২৩ আগর্ষ্ট জুমাবার জুমার নামাজের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এই টাকাগুলো তুলে সন্ধ্যা মাগরিবের  নামাজের পর হ্নীলা জামেয়া দারুসসুন্নাহ মাদ্রাসার মসজিদের বারান্দায় বসে গণনা করেছেন।

গণনা শেষে সচ্চতা ও জবাবদিহিতা  নিশ্চিত করার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। তারা আগামীকাল সকালের মধ্যে উত্তোলিত টাকা গুলো কেন্দ্রীয়  সমন্বয়কদের সাথে  যোগাযোগ  করে কেন্দ্রে এই টাকা গুলো পাঠানোর ব্যবস্থা করা হবে।
কেন্দ্রে টাকা পাঠানো নিশ্চিত করা হলে তা স্ক্রিনশটের মাধ্যমে আবার ও গণমাধ্যম কর্মীদের জানানো হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ সায়েম।##

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন