দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতিবাজ উপ-সেবা তত্ত্বাবধায়ক রোকেয়ার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ । ১২:২৫ পূর্বাহ্ণ

দূর্নীতি, ঘুষ ও অপকর্মের সাথে জড়িত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা’র পদত্যাগ এবং হাসপাতালের নার্সিং কর্মকর্তা (সিনিয়র স্টাফ নার্স) জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী’র দ্রুত অপসারনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হাসপাতালের নার্সিং কর্মকর্তারা।
মঙ্গলবার (২৭ আগষ্ট ২০২৪) সকাল ১১টায় হাসপাতালের বহির্বিবাগের সামনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বৈষম্যবিরোধী নার্সিং সুপারভাইজার ও নার্সিং কর্মকর্তাদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাসপাতালের নার্সিং কর্মকর্তা মোছাঃ তাহ্সিনা পারভীন, মোঃ নয়ন মনি ও বেনজামিন দাস।
মানববন্ধন থেকে অবিলম্বে দুর্নীতিবাজ উপ-সেবা তত্ত্বাবধায়ক বেগম রোকেয়া সিদ্দিকা’র পদত্যাগ এবং তার সহযোগি জান্নাতুল ফেরদৌসী ও আরজুমান লাকী’র অপসারণ দাবি করা হয়।
মানববন্ধনে হাসপাতালের দেড় শতাধিক নার্সিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন