বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান দিনাজপুর মহিলা পরিষদের

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ । ১১:৫১ পূর্বাহ্ণ

বন্যার্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা অর্থ সংগ্রহ কার্যক্রম পরিচালিত।

মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেল ৪ টায় শহরের লিলিমোড় সড়কে বন্যার্তদের সাহাযার্থ্যে অর্থ সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা শাখার সম্মানীয় সদস্য কানিজ রহমান, মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম, সহ-সভাপতি মাহবুবা খাতুন, মনোয়ারা সানু, মিনতি ঘোষ, রত্না মিত্র, সাধারণ সম্পাদক রুবিনা আকতার, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, সম্মানীয় সদস্য সুমিত্রা বেসরা, জেসমিন আরা, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সদস্য সাবিহা বেগম, রেহানা বেগম, শিবানী ওরাও, মিনতি এক্কা, তামজিদা পারভীন সীমা, লিপা লাকড়া প্রমুখ।

বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, হঠাৎ বন্যা দক্ষিণ-পূর্বাংশের কয়েকটি জেলায় ভয়াবহ আকার ধারণ করেছে। সবার উচিৎ বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আমরা যে যেই অবস্থানে আছি, আমাদের সবার দায়িত্ব বন্যার্তদের সহযোগিতায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। আমাদের এই সহযোগিতা বন্যার্তদের সহায়তা করতে অবদান রাখবে।

প্রধান সম্পাদক: মোঃ তোজাম্মেল হোসেন মঞ্জু, নির্বাহী সম্পাদক: মোঃ মাহাবুবুল আলম ওহাবুল, প্রকাশক: মোঃ বখতিয়ার ঈবনে জীবন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: চিলাহাটি, নীলফামারী। যোগাযোগ: +৮৮০ ০১৭১৮৩২৪৭৮৬ E-mail: infobanglarawaz@gmail.com

প্রিন্ট করুন